২৩ অক্টোবর ২০২৫

কাজিরহাট বাজারে আবারো আগুন, ৫টি দোকান ভষ্মীভুত

চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল চার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তেলের দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফটিকছড়ি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে। এর মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে মুদি, ফার্মেসী,খুচরা তেল,গ্যাস,ফুল ও ওয়ার্কশপের দোকান। আগুনে না পুড়লেও ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরো কিছু দোকান।
আগুনে প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ কামাল উদ্দীন জানান,৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ শেষে বলা যাবে কত টাকার ক্ষতি হয়েছে

আরও পড়ুন