দেশের রপ্তানি বাণিজ্যে গতি আনতে আমদানি-রপ্তানি নীতিমালা সহজীকরণের দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ।
আজ (১০ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ মিনিটে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের সাথে এক সৌজন্য সাক্ষাতে এ দাবি জানানো হয়।
বিজিএমইএ’র সহায়ক কমিটির সদস্য এমডি. এম. মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়। এসময় সংগঠনটির প্রাক্তন পরিচালক এ.এম. মাহাবুব চৌধুরী, অঞ্জন শেখর দাশ, সাইফ উল্লাহ মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম কাস্টমস হাউসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দ তৈরি পোশাক শিল্পের পণ্য আমদানি ও রপ্তানিতে কাস্টমসের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন, দেশের রপ্তানি আয়ের ৮১.২৯% আসে এই খাত থেকে। তারা কাস্টমস প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ এবং সময়োপযোগী করার আহ্বান জানান, যাতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা যায়।
বিজিএমইএ’র পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো আদেশের আলোকে দ্বিতীয় শুল্কায়ন পদ্ধতির পুনর্বহালের দাবি জানানো হয়। এছাড়া বন্দরে পণ্য পরীক্ষণের জটিলতা দূর করা, ওভেন কাপড় খালাসে কেজির পাশাপাশি মিটার/গজ উল্লেখের অপশন চালু করা এবং বিল অব এক্সপোর্ট বাতিলের কার্যক্রম ত্বরান্বিত করার দাবি জানানো হয়।
শিপিং লাইনের জালিয়াতি বন্ধে ব্যবস্থা গ্রহণ, আমদানিকৃত পণ্যের দ্রুত খালাস নিশ্চিত করা ও রপ্তানি লিড টাইম কমানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ প্রসঙ্গে কাস্টমস কমিশনার মোহাম্মদ জাকির হোসেন বলেন, পোশাক শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কাস্টমস হাউস, চট্টগ্রাম এই খাতের সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতা করবে এবং রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি ধরে রাখতে কার্যক্রম সহজীকরণের উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে উভয় পক্ষ আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সমস্যাগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপারে একমত হন।