চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অবৈধ মাদক পাচারের এই চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কালুরঘাট বেতার কেন্দ্রের বিপরীত পাশে কাপ্তাইগামী বাস স্টেশনের সামনে সন্দেহভাজন একটি মিনি ট্রাক থামানোর নির্দেশ দেওয়া হয়। গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় এবং সঙ্গে থাকা তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউনিয়নের বাসিন্দা মো. বেলাল উদ্দীন ওরফে গুরা মিয়া (২৭), নুরুল আবছার (২৮) এবং আমির হোসেন (৩৩)। তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতার উদ্দীন জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রামে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতার ফলে মাদক চক্রের নেটওয়ার্ক দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চক্রটির সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী অভিযান শিগগিরই পরিচালিত হবে।