চট্টগ্রামের আগ্রাবাদে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি এলজি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল অস্ত্র ও অপরাধীদের সন্ধান, যা দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্ণফুলী মার্কেট সংলগ্ন সারিয়াপাড়া বরফকল এলাকার একটি টিনশেড ভবনের চালা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। অভিযানে আটক হন ইউসুফ শান্ত (২৪), যিনি ওই টিনশেড ঘরের বাসিন্দা।
নগর পুলিশের পশ্চিম বিভাগের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, অভিযানের একপর্যায়ে শান্ত তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে। পরে পুলিশ তাকে নিয়ে তার বাসায় গেলে, সে নিজেই অস্ত্রটি বের করে দেয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত অস্ত্রের সঙ্গে জড়িত আরও দুজনের নাম প্রকাশ করেছে, যাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক যুবকের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।