৯ নভেম্বর ২০২৫

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গসংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড়স্থ দোহা কনভেনশন হলে জেলা যুব সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মোবারক হোসাইন আসিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবাইরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতি একেএম আব্দুর জাহের আরেফি।

এতে প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী যুব আন্দোলনের পূর্বের কমিটিকে বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে মুহাম্মদ জুবাইরুল হককে সভাপতি, মাওলানা এহসান উল্লাহকে সহ-সভাপতি এবং মুহাম্মদ সাইমুন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটির আংশিক তালিকা প্রকাশ করা হয়।

জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরী, সহ-সভাপতি হাফেজ মাওলানা এজাজুল হক, সেক্রেটারি আলহাজ হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক নূর আহমেদ সিদ্দিকী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দীন, মাওলানা এবিএম অলি উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্ণফুলী উপজেলা সভাপতি মাওলানা আরিফ উদ্দীন, আনোয়ারা উপজেলা সেক্রেটারি মাওলানা আমির হোসেন, নেজাম উদ্দিন তালুকদার, মাওলানা মিজানুর রহমান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দীন প্রমুখ।

পরে প্রধান অতিথির হাতে শপথ বাক্য পাঠ করানো হয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা এজাজুল হকের সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ