৯ নভেম্বর ২০২৫

গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার গ্রুপের

এলাকা নিয়ন্ত্রণ ও ব্যবসায়িক দ্বন্দে এলোপাতাড়ি গুলি: বের হয়ে যায় নাড়িভুড়ি

চট্টগ্রামের রাউজানে দুপক্ষের গোলাগুলিতে পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৫) নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নে গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

আহত পেয়ার মোহাম্মদ রাউজান সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খানখানাবাদ গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সূত্র জানা যায়, পূর্ব রাউজান ও কদলপুর ইউনিয়নে অবৈধ পাহাড় কাটা এবং চাঁদার ভাগ-বাটোয়ার নিয়ে পিয়ার ও রায়হানের মধ্যে কয়েক মাস ধরেই বিরোধ চলছে। দু’পক্ষই এলাকা নিয়ন্ত্রণ নিতে বেপরোয়া হয়ে উঠেছে।

আজ উপজেলার উত্তর গুজরা গ্রামের আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরের পুকুরঘাট নির্মাণের কাজ চলছে। সরকারি অর্থায়নে হওয়া এ কাজের উপঠিকাদার পেয়ার মোহাম্মদ। তিনি সকালে ঘাটের নির্মাণকাজ পরিদর্শনে গিয়েছিলেন। ওইসময় রায়হান নামে এক যুবকের নেতৃত্বে ৩টি সিএনজিচালিত অটোরিকশায় করে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী সন্ত্রাসী উপস্থিত হয়ে পেয়ার মোহাম্মদ চৌধুরীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করে। পিয়ারের উরু, তলপেটসহ একাধিক স্থানে গুলি লেগেছে। নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য শহরে পাঠানো হয়েছে।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমীন বাংলাধারাকে বলেন, ‘ রায়হান ও পেয়ার দুইজনই বন্ধু ছিলো। তারা আবার একই গ্রুপ করতো। ৭ নম্বর ইউনিয়নের ওদিকে একটি পাহাড় আছে একটি। ওখানেই তারা আস্তানা গেড়ে থাকে।  তবে তারা আবার কেন যেন বিভক্ত হয়ে যায়। ঘটনার শুরু একটি ঠিকাদারি কাজ নিয়ে। একটি মন্দিরের পুকুরের ঘাটলার কাজ সাব কন্ট্রাক্টে পেয়েছিল পেয়ার মোহাম্মদ। আজ ওই কাজের পরিদর্শনে গিয়েছিল সে। সেখানেই রায়হান গ্রুপের লোকজন উপস্থিত হয়ে গুলি চালায়। পেয়ার গ্রুপের লোকজন কম ছিল, রায়হান গ্রুপের লোকজন বেশি ছিল। এতে গুলিবিদ্ধ হয় পেয়ার। র‍্যাপ সেনাবাহিনী সহ আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।

মামলার বিষয়ে তিনি আরও বলেন এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে আত্নীয়-স্বজন দিয়ে মামলা করাবেন বলে পরিবারের লোকজন জানায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এরা কার অনুসারী এমন প্রশ্নে এই কর্মকর্তা আরও বলেন, দুজনেই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী চাঁদাবাজি করেই তারা চলে। ব্যবসায় দ্বন্দ্বের জেরে কিছুদিন আগে তারা আলাদা হয়ে যায়। আজকে সুযোগে পেয়ে পেয়ার মোহাম্মদের ওপর রায়হান গ্রুপ গুলি করে।আহত পেয়ার মোহাম্মদ এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।’

তবে এ বিষয়ে জানতে গিয়াস উদ্দিন কাদের ও গোলাম আকবর খন্দকারের মুঠোফোনে কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘গুলিবিদ্ধ পেয়ার মোহাম্মদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’

 

 

 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ