৯ নভেম্বর ২০২৫

সুন্দরী তরুণীর ছদ্মবেশে প্রতারণা: ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের এক নেতাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে পুলিশের অভিযানে ধরা পড়েন অভিযুক্ত জোবাইরুল হক জিয়ান, যিনি ছদাহা ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, জিয়ান ফেসবুকে নারীদের ছবি ব্যবহার করে ভুয়া আইডি চালাতেন এবং সাধারণ মানুষসহ রাজনৈতিক নেতাকর্মীদের ব্ল্যাকমেইল করতেন। এছাড়া, মামলার ভয় দেখিয়ে ও জামিন পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। এর আগেও প্রতারণার কারণে তিনি একাধিকবার কারাভোগ করেছেন, তবে জেল থেকে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন।

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই প্রতারক নানা কৌশলে মানুষকে ফাঁদে ফেলছিলেন। তার বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ থাকায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ