২৩ অক্টোবর ২০২৫

মাটিরাঙ্গায় ২৩ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবি এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ব্যাটালিয়নের আওতাধীন থইলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন শতাধিক অসহায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

যামিনীপাড়া ব্যাটালিয়নের নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে যামিনীপাড়া জোন সবসময় কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর মো. আশিকুর রহমান, এসএম মো. মাসুদুর মিয়া, জোন এনসিও মো. রুহুল আমিন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন