২৫ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণহানি, আহত দুই

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহের পাশে জমজম হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম কামরুল ইবনে হাসান, তিনি ফটিকছড়ির মাইজভাণ্ডার চাড়ালিয়াহাট এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নাজিরহাট থেকে আসা একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে এর ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। এ দুর্ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন হাটহাজারী হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার।

স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন