চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের স্কুল রোড ম্যাজিস্ট্রেট ভবনে অবস্থিত দারুল ইহসান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপ্ত ছাত্রদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলা কালাবিবির দীঘির মোড়স্থ পার্ক-২৪ কনভেনশন হলে হিফজ সমাপনী ১৭ জন ছাত্রকে পাগড়ি ও সনদ প্রদান করা হয়।
এতে দারুল ইহসান হিফজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মারুফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া জিরি মাদরাসার পরিচালক মাওলানা খোবাইব বিন তৈয়ব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলার আমীর মাস্টার আবদুল গণী, জামেয়া জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নোমান জাহাঙ্গীর, আশিয়া বায়তুন নুর মাদরাসার পরিচালক মাওলানা আনোয়ার, চন্দনাইশ বহরমপাড়া আজিজিয়া মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মোজ্জামেল, শানে সাহাবা খতিব ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা হামিদ হোসাইন আজিজি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা উপজেলার সভাপতি হাফেজ মহিউদ্দীন, মাওলানা ইউনুস, মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী, মাওলানা সৈয়দ নুর আনোয়ারী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা কারী ফোরকান মাহমুদ, আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক খালেদ মনসুর, মো. জাহাঙ্গীর আলম সওদাগর, মো. ফারুক সওদাগর, মো. সেলিম সওদাগরসহ আরও গণমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম এবং হুফফাজে কেরামগণ।
প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মারুফুল ইসলাম বলেন, বিগত ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে ৭০ জনের অধিক ছাত্র হিফজ সম্পন্ন করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে। আজকে ১৭ জন বিদায়ী ছাত্রকে পাগড়ি-সনদ এবং মাদরাসার সকল শিক্ষক ও ছাত্রদের অভিভাবকদের সনদ প্রদান করা হয়। তিনি বলেন, “বিদায়ী ছাত্রদের ভবিষ্যৎ মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।”
এতে আগত অতিথিরা বিদায়ী ছাত্রদেরকে পাগড়ি-সনদ এবং মাদরাসার সকল শিক্ষক ও ছাত্রদের অভিভাবকদের সনদ প্রদান করেন। সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।













