২৪ অক্টোবর ২০২৫

আত্মগোপন থেকে ফেরা যুবলীগ কর্মীর মর্মান্তিক মৃত্যু

ছয় মাস আত্মগোপনে থাকার পর বাড়িতে ফিরেছিলেন মোহাম্মদ হাসান (৩৫)। কিন্তু ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হলো। বুধবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, হাসান রাউজান উপজেলা যুবলীগের কর্মী এবং সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। ছয় মাস পর বাড়ি ফেরার দিনই দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁর বাড়িতে ঢুকে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে ইট ও লোহার রড দিয়ে পিটিয়ে নির্মমভাবে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসানের রাজনৈতিক প্রতিপক্ষ ছিল। পূর্ববিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তদন্তের পরই বিস্তারিত বলা যাবে।

এই হত্যাকাণ্ড ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরও পড়ুন