২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে কবিতা পাঠে বাধা, ভাষা দিবসের আয়োজনে উত্তেজনা

চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আবৃত্তি অনুষ্ঠান হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, যখন একটি কবিতার কিছু লাইন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলনের আয়োজনে শহীদ মিনারের পাশে টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়। তবে এটি মাঝপথে বন্ধ হয়ে যায়, যখন কবি রবিউল হুসাইনের লেখা ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতার কিছু লাইন আবৃত্তি করা হয়, যেখানে ‘বঙ্গবন্ধু, জয় বাংলা, একাত্তর, সাতই মার্চ, মাওলানা ভাসানী’—এই শব্দগুলো উচ্চারিত হয়। অভিযোগ রয়েছে, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীরা এ সময় কবিতাটির প্রতিবাদ করেন এবং আবৃত্তিকারকে ক্ষমা চাইতে বাধ্য করেন।

জাসাসের নগর সভাপতি মুসা বাবলু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এই ঘটনার নেতৃত্ব দেন বলে জানা গেছে। মামুনুর রশিদ বলেন, “অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চলছিল, তাই আমরা প্রতিবাদ জানিয়েছি। পরে প্রশাসনও বিষয়টি দেখে ব্যবস্থা নেয়।” আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উত্তেজনাকর পরিস্থিতির পর পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

এ ঘটনার পর সংস্কৃতি কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। নরেন আবৃত্তি একাডেমির মিশফাক রাসেল বলেন, “আমরা জানতাম না যে এমন কবিতা পড়া হবে। কিছু মানুষ এতে আপত্তি জানায়, ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।”

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের সিআরবিতে বসন্ত উৎসবের একটি অনুষ্ঠানও রেলওয়ে কর্তৃপক্ষ বাতিল করেছিল। সাংস্কৃতিক আয়োজনগুলোতে এমন হস্তক্ষেপ নিয়ে স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

 

আরও পড়ুন