২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে ভাঙনের ঝড়, কমিটি বিরোধে বিক্ষোভ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে হাজারো শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ চার দফা দাবিতে স্লোগান ওঠে। আন্দোলনের একটি বড় অংশ নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে অভিযোগ তোলে, এতে ছাত্রলীগের চিহ্নিত নেতাদের পুনর্বাসন করা হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, জুলাই হত্যাকাণ্ড, শাপলা ট্র্যাজেডি ও বিডিআর হত্যাকাণ্ডসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা স্পষ্ট করে জানিয়ে দেয়, “রাজপথে লড়াই গড়ে তোলা হবে, যদি কমিটি বাতিল না করা হয়।”

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন। তাদের দাবি, ছাত্রলীগ ও কিশোর গ্যাংকে প্রশ্রয় দিয়ে কেন্দ্র থেকে ‘অযাচিত’ কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে।

“আমরা ছাত্রলীগের পুনর্বাসন হতে দেবো না”-বলেন আন্দোলনের অন্যতম নেতা জোবায়েরুল আলম মানিক।

অন্যদিকে, যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী অভিযোগ করেন, চাঁদাবাজি, গ্যাং কালচার ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের নেতৃত্বে বসিয়ে জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রামে ছাত্র আন্দোলন নতুন মোড় নিয়েছে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছে, দাবি না মানা হলে রাজপথেই সমাধান হবে।

 

আরও পড়ুন