চট্টগ্রামে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগে মুন্না আমিন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে ডবলমুরিং থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, গ্রেফতারকৃত মুন্না আমিনের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্রহননসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি মো. রেজাউল করিম নামে এক ব্যক্তি একটি প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি, হুমকি এবং চাঁদা আদায়ের অভিযোগে মুন্নাসহ আরও দুইজনের বিরুদ্ধে মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ডবলমুরিং থানার এসআই ইমান হোসেনের নেতৃত্বে একটি টিম চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৪/৩৮৫/৩৮৬/৫০৬ ধারাসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর ১৯(১)(ক)/২৫(২)/২৯ ধারায় মামলা করা হয়েছে।