চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বিশেষ অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন থানায় ৩৬ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চালানো এ অভিযানে সন্ত্রাসী কার্যকলাপ, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হয়।
সিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরাও রয়েছেন। এদের মধ্যে বন্দর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজম, চরলক্ষ্যা ইউনিয়নের যুবলীগ সংগঠক মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের সভাপতি সাগরময় আচার্য্য এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাকিব অন্যতম।
গ্রেফতার অভিযান পরিচালিত হয় বন্দর, ইপিজেড, চান্দগাঁও, সদরঘাট, কর্ণফুলী, হালিশহর, আকবরশাহ, ডবলমুরিং, বাকলিয়া, পতেঙ্গা, খুলশী, কোতোয়ালী, চকবাজার, পাহাড়তলী, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এআরই/এসইউ/বাংলাধারা