চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় এলাকায় ট্রেন দুর্ঘটনায় সাদিয়া (৩৫) নামে এক গার্মেন্টস কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালবেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, সাদিয়া রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেনের ধাক্কায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, অক্সিজেন মোড় এলাকার রেললাইন পারাপারের সময় পথচারীদের অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে এমন দুঃখজনক ঘটনা ভবিষ্যতে এড়ানো যায়।