৫ নভেম্বর ২০২৫

‘হ্যালো ওসি’ সেবা নিয়ে জনগণের দোরগোড়ায় কোতোয়ালী থানা

বাংলাধারা প্রতিবেদন »

মানুষ কোন বিপদে পড়লে থানার ওসি’র কাছে যায়। কিন্তু এখন ওসিই মানুষের কাছে যাবেন। এলাকাবাসীর সমস্যার কথা শুনবেন। সমাধানযোগ্য বিষয়গুলো সাথে সাথেই সমাধান করবেন। এমনই এক অভিনব ‘হ্যালো ওসি’ সেবা চালু করেছেন কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (১০ জুলাই) বিকেল বিআরটিসি চৌদ্দ জামতলা এলাকায় পুলিশি সেবা দিতে হ্যালো ওসি’র প্রথম কার্যক্রম শুরু হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, পুলিশ সেবা সপ্তাহে ‘হ্যালো ওসি’ নামে একটা বুথ খুলেছিলাম। তাতে মানুষের ব্যাপক সাড়া পেয়েছিলাম। মানুষ নির্ভয়ে আমাদের কাছে তাদের সমস্যার কথা বলেছিলেন। আমরা চাই সে ধারা অব্যাহত থাকুক। তাই প্রতিটি এলাকাতেই এখন হ্যালো ওসি বুথ খোলা হবে।

তিনি বলেন, সেখানে জনসাধারণ নির্ভয়ে তাদের সমস্যা বলতে পারবেন। পাশাপাশি জবাবদিহিও করতে পারবেন ওসি কে।

ওসি মহসিন কোতোয়ালি এলাকার জনসাধারণকে ‘হ্যালো ওসি’ বুথে এসে সমস্যাগুলো বলার আহবান জানান এবং সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টার আশ্বস দেন।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ