২৩ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই ২৭টি দোকান

চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল বলেন রাতে দোকান বন্ধ করে সবাই চলে গিয়েছিলাম। রাত দুইটার দিকে আগুন লাগার খবর পাই। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। এর আগেও দুবার এ বাজারে আগুন লেগেছে।”

দোকান মালিক মাস্টার শেখ আহম্মদ জানান,
“আমার ২০টি দোকান পুড়ে শেষ হয়ে গেছে। সারা জীবনের সঞ্চয় বিনিয়োগ করেছিলাম এখানে, এখন আমি নিঃস্ব।”

আগুনে ফার্মেসি, মুদি, নলকূপ ও পাইপ, প্রসাধনী, কোকারিজ, ফুল এবং ফার্নিচারসহ মোট ২৭টি দোকান পুড়ে গেছে।

ফটিকছড়ি ফায়ার স্টেশনের লিডার আব্দুল খাইয়ুম জানান রাত ২টা ১৯ মিনিটে আগুন লাগার খবর পাই। আমাদের একটি টিম ৪৩ কিলোমিটার দূর থেকে ৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে আশপাশে কোনো জলাশয় না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, বাজারে আগুন লাগার ঘটনা নতুন নয়। কয়েক বছর পরপর আগুন লেগে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবারও বিশাল ক্ষতির মুখে পড়েছেন দোকান মালিকরা।

আরও পড়ুন