২৩ অক্টোবর ২০২৫

কার্টুন কনটেন্ট বানিয়ে মাসে লাখ টাকা আয় করছে চট্টগ্রামে তরুণ

ইউটিউবের বিশাল দুনিয়ায় অনেকেই আসেন, কিন্তু খুব কম সংখ্যক মানুষই সফলতার শিখরে পৌঁছাতে পারেন। সেই কম সংখ্যক সফল কনটেন্ট ক্রিয়েটরদের একজন হলেন আসাদুল হক, যিনি মাত্র ১৮ বছর বয়সেই এক মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়েছেন।

২০১৭ সালে মাত্র ১২ বছর বয়সে ইউটিউবে যাত্রা শুরু করেন আসাদুল। প্রথমদিকে গেমিং ভিডিও তৈরি করতেন, কিন্তু তখন তেমন ভিউ আসত না। হতাশ না হয়ে কনটেন্টের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

এরপর ২০২০ সাল থেকে কার্টুন ভিডিও, আমেরিকান মুভি রিভিউ ও AI বিষয়ক কনটেন্ট বানানো শুরু করেন। এই পরিবর্তনই তাকে সাফল্যের পথে নিয়ে যায়। তার কনটেন্ট ভিন্নধর্মী এবং আকর্ষণীয় হওয়ায় অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করতে সক্ষম হন।

সফলতার গল্প

২০২১ সালে তার ইউটিউব চ্যানেল এক মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করে, যা তার কঠোর পরিশ্রমের ফল। ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য কনটেন্টের মান, দর্শকদের আগ্রহ বোঝা এবং ধৈর্য ধরে কাজ করাই তার সফলতার মূল চাবিকাঠি।

বর্তমানে তিনি নতুন কনটেন্ট আইডিয়া নিয়ে কাজ করছেন এবং আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান। চট্টগ্রামের চকবাজারে বসে আন্তর্জাতিক মানের কনটেন্ট তৈরি করা একজন তরুণের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক গল্প।

আরও পড়ুন