নগরের চান্দগাঁওয়ে সামাজিক সংগঠন আদর্শ যুব ফোরামের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) চান্দগাঁও থানার মোহরা কাজীর হাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ জসীম উদ্দীন সরকার।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, আমাদের এই ঘুনে ধরা সমাজকে গড়তে হলে প্রথমে নিজেকে গড়তে হবে। আর নিজেকে গড়ে তোলা মানে কেবল নিজের জীবনটাকে সঠিক পথে পরিচালিত করা নয়, বরং সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে তা অনুভব করা। আর নিজের মধ্যে এই দায়িত্ববোধ জাগ্রত করতে পারলে তা শুধু নিজের পাশাপাশি পরিবার, সমাজ তথা রাষ্ট্রেও ইতিবাচক পরিবর্তন আনতে ভুমিকা রাখবে।
তিনি আরো বলেন, বর্তমান সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, ইভটিজিং, চুরি, ছিনতাইসহ নানা রকমের অসামাজিক কার্যকলাপ বিষফোঁড়ার মত হয়ে দাঁড়িয়েছে। যা মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চ্যালেঞ্জটা উদ্যমী হয়ে আমাদের যুব সমাজকেই গ্রহণ করতে হবে।
যুবকদের নিজের ক্যারিয়ার গঠনে মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের পড়ালেখায় মনোযোগী হয়ে জীবনের ভিত্তি দৃঢ় করুক, আর যারা চাকরিজীবী আছেন আপনারা আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধি করে সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলুন। ইনশাআল্লাহ আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সকলে মিলে একটি আদর্শিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবো।
সভায় সংগঠনের সদস্য ফেরদৌস আরেফীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক আলাউদ্দিন চৌধুরী ও সদস্য সচিব মোহাম্মদ ওসমান।
এছাড়া সমাজের নানা অসঙ্গতি সমূহ তুলে ধরে তা নিবারণে সকলকে কার্যকরী ভুমিকা রাখার আহ্বান করেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সভায় ফোরামের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন মো. মোরশেদ, ইঞ্জি. রেজবা চৌধুরী, মো. সুজন, মোহাম্মদ সাইফু, ওসমান গনি জিকু, মোহাম্মদ সাইফুদ্দিন, নাজিম হোসেন রনি, আব্দুর রহিম, তাসফিকুল ইসলাম, ইশতিয়াক আশিক প্রমুখ।













