২৩ অক্টোবর ২০২৫

সন্দ্বীপে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মাগুরার শিশু আছিয়াসহ সারাদেশে নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধে এবং ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৩ মার্চ ) সকাল ১১ টায় উপজেলার এনাম নাহার মোড় এ নিজেরা করি সন্দ্বীপ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ, ভূমিহীন সমিতি, কিশোর কিশোরী ক্লাব, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাব, সন্দ্বীপ অধিকার আন্দোলন ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার যৌথ উদ্যেগে এ মানববন্ধন ও সমাবেশ করে।

মানববন্ধনে নারী নেত্রী সুনীতি রানী দাশের সভাপতিত্বে ও সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাব এর আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপির সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, নিজেরা করি অঞ্চল প্রধান মতিয়ার রহমান, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যক্ষ কামরুল হাসান, বাংলাদেশ নারী প্রগতি সংঘ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা আকতার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি শরিফুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আমীন, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাকিল খান, কিশোর কিশোরী ক্লাব নেত্রী ফাতেমা বেগম, নারী প্রগতি সংঘের প্রগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন, কিরণ চন্দ্র দাশ, বিপ্লব কুমার গুহ, নিজেরা করি কর্মিসূচি সংগঠক প্রতি রাণী দেবী, ও জেসমিন বেগম, উপস্থিত ছিলেন সাংবাদিক ইসমাইল হোসেন মনি, রিদুয়ানুল বারী, মাহমুদুর রহমান, নুর মোস্তফা আলী হাসান, জাহেদুল ইসলাম শিহাব, আমিনুল ইসলাম রিয়াদসহ প্রমুখ।

বক্তরা বলেন- দেশের বিভিন্ন প্রান্তে নারীদের প্রতি সহিংসতা বাড়ছে, কিন্তু বিচার না হওয়ায় অপরাধীরা আরো সাহস পাচ্ছে। দ্রুত এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।তা করতে না পারলে এর ভয়াবহতা আরো বাড়বে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। এবং পরিবার, সমাজের সম্মিলিত প্রচেষ্টায় নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। নারী নির্যাতন রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এবং শিশু ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন