২৩ অক্টোবর ২০২৫

হেফাজতে ইসলাম সন্দ্বীপ উপজেলার পরিচিতি সভা ও ইফতার মাহফিল

হেফাজতে ইসলাম বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল শনিবার (১৫ মার্চ ) খাদেমুল ইসলাম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে মুফতী মানযুর হাসান এর সভাপতিত্বে মাও. শাব্বীর আহমদ ও শরীফ হায়দারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনীর । বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও. কামরুল কাসেমী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, মাওলানা হাফেজ আহমদ, মাও. সিরাজুল ইসলাম, হেফাজতের সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাও. জাহেদুল ইসলাম, মাও. ওমর ফারুক ফয়সাল, মুফতি নুরুল আবসার, মাও. আব্দুল হামিদ, মাও. মাকসুদ , মাও. ওয়াক্কাস, মাও. জাহেদুল ইসলাম মুছাপুরী, মাও. মাহমুদ, মুফতী রায়হান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাছির উদ্দিন মুনীর বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা শাহ আহমদ শফি রহ. এর বুদ্ধিমত্তাপূর্ণ নেতৃত্ব ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর বীরত্বপূর্ণ নেতৃত্ব এবং উভয় হযরতের আধ্যাত্বিকতার সংগঠন। আমরা যদি তাদের সেই আধ্যাত্মিকতা ধারণ করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের দ্বারা খেদমত নিবেন। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই দেশে ইসলামের সুদৃঢ় প্রাচীর তৈরি করতে হবে। ইসলাম ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারী সকল অপশক্তিকে পরাহত করতে ঈমানী শক্তি অর্জন করতে হবে।

এতে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য মাও. সোহায়ল চৌধুরী, মুফতী মহিবুল মাওলা, মাও. আইয়ুব, মাও. হেলাল উদ্দিন, মাও. আনজার শাহ, মাও. ইসমাঈল, মাও. সিরাজুদ্দৌলা, মুফতী হুসাইন আহমদ প্রমুখ।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন