বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল।
গতকাল শনিবার সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে বিভাগীয় পর্বের ফাইনালে সানশাইন গ্রামার স্কুল ৫ উইকেটে কুমিল্লা মডার্ন হাই স্কুলকে পরাজিত করে।
টস জিতে আগে ব্যাট করে কুমিল্লা মডার্ন হাই স্কুল। তারা ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করলে সানশাইনের জয় নিশ্চিত হয়।ফাইনাল ম্যাচে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল দলের অলরাউন্ডার আরশাদুল হক আয়ান।তিনি বল হাতে ৩১ রান খরচায় তুলে নেন প্রতিপক্ষের ৩ উইকেটে। এছাড়া ব্যাট হাতে স্কোর বোর্ডে যুক্ত করেন ১৭ রান।
খেলা শেষে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।এসময় চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ মো:মোমিনুল হক সহ অংশগ্রহণকারী স্কুল গুলোর খেলোয়াড় ও শিক্ষক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন