ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৩টি অবৈধ ইট ভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ জানুয়ারি) দিনভর বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মোজাম্মেল হক চৌধুরী।
এসময় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন এবং ভুজপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, এসব ইটভাটা অবৈধভাবে পরিচালনার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। বিভিন্ন অপরাধে ইটভাটাগুলোকে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ইটভাটাগুলো হলো- মেসার্স ফটিকছড়ি ব্রিকস (৩ লক্ষ টাকা), মেসার্স বাংলা বাজার ব্রিকস (২ লক্ষ টাকা) এবং মেসার্স ন্যাশনাল ব্রিকস (২ লক্ষ টাকা)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৩টি ইট ভাটাকে মোট ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বলেও জানান তিনি।