২৩ অক্টোবর ২০২৫

গুইমারার সিন্দুকছড়িতে চাঁদাবাজির দায়ে আটক- ৩

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায় চাঁদাবাজির অপরাধে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

আটকৃতরা হলেন—গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাব্বি হোসেন, একই এলাকার সাদ্দাত আলীর ছেলে মো. রাসেল মিয়া ও আব্দুল কালামের ছেলে মোহাম্মদ রিপন হোসেন।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপাড়া-মহালছড়ি সড়কের সিন্দুকছড়ি জিরো পয়েন্ট এলাকায় চাঁদাবাজির সময় চাঁদার রশিদ ও নগদ অর্থসহ তাদের আটক করে সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের টহলরত সেনা সদস্যরা। পরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে চাঁদা আদায়ের রশিদ ও সংগ্রহকৃত টাকাসহ আটককৃতদের গুইমারা থানায় হস্তান্তর করা হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন