২৪ অক্টোবর ২০২৫

হামজাই যেন বাংলার মেসি!

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা যেন নতুন এক স্বপ্ন দেখছে। ফুটবল বিশ্বকাপে মেসি-নেইমারের পায়ের জাদুতে যে উন্মাদনা তৈরি হয়, সেই উচ্ছ্বাসই এখন বাংলার মাটিতে। আর সেই আবেগের কেন্দ্রে রয়েছেন হামজা চৌধুরী!

বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ মিডফিল্ডার জাতীয় দলে যোগ দিতেই যেন নতুন প্রাণ পেয়েছে দেশের ফুটবল। স্টেডিয়ামে, অফিসে, আড্ডায়, চায়ের দোকানে- সবখানে একটাই আলোচনা, হামজা কি পারবে বাংলাদেশকে বদলে দিতে?

মাশরাফির আবেগ, ফুটবলপ্রেমীদের স্বপ্ন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় নাম মাশরাফি বিন মুর্তজা পর্যন্ত হামজাকে নিয়ে নিজের আবেগ লুকাতে পারেননি। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন,”ফুটবল ছিল আমার শৈশবের ভালোবাসা। আজ আবার সেই ভালোবাসা ফিরে পেলাম, হামজাকে দেখে নতুন দিনের আশায় বুক বাঁধছি।”

শুধু ম্যাশ নন, দেশের ক্রীড়াপ্রেমীরা এখন ফুটবলের স্বপ্নে বিভোর। এমনকি স্টেডিয়ামে হামজার অনুশীলন দেখতে টিকিটের চাহিদা, মিডিয়া কর্মীদের ভীড়। এসব যেন টেস্ট ক্রিকেটের মতো নয়, বরং বিশ্বকাপ ফাইনালের মতো!

হামজা কি পারবেন বাংলাদেশকে নতুন উচ্চতায় নিতে?

প্রশ্নটা স্বাভাবিক। একজন মিডফিল্ড ডিফেন্ডার কি সব বদলে দিতে পারেন? ফুটবল তো দলীয় খেলা। তবে হামজার মতো একজন তারকা থাকা মানে দল আগের চেয়ে অনেক বেশি গোছানো হবে, নতুন ট্যাকটিকস তৈরি হবে। তার অভিজ্ঞতা তরুণদের অনুপ্রাণিত করবে, আর সেটাই বড় অর্জন হতে পারে বাংলাদেশের ফুটবলের জন্য।

স্বপ্ন যত বড়, প্রত্যাশাও তত বেশি

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা হামজাকে ঘিরে যে উন্মাদনায় মেতেছে, তা অনেকাংশেই আবেগের জায়গা থেকে। বহু বছর ধরে দেশের ফুটবল পিছিয়ে পড়েছে, বারবার স্বপ্ন দেখেও হতাশ হতে হয়েছে। কিন্তু এবার যেন এক নতুন ভোরের আশায় বুক বাঁধছে সবাই।

হামজা কি পারবেন সেই প্রত্যাশার জবাব দিতে? সময়ই তা বলবে। তবে এক কথা নিশ্চিত, বাংলাদেশের ফুটবল এখন আবার আলোচনার কেন্দ্রে, আর তার মূল কারিগর হামজা চৌধুরী!

এআরই/বাংলাধারা স্পোর্টস

আরও পড়ুন