২৩ অক্টোবর ২০২৫

সন্দ্বীপে জাতীয় সাংবাদিক সংস্থা ইফতার মাহফিল

চট্টগ্রামের সন্দ্বীপে সকল সাংবাদিকের আস্থা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২০মার্চ) সন্দ্বীপের বে ভিউ গার্ডেনে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন।

এতে সাধারণ সম্পাদক মোবারক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর।

এসময় বক্তারা, দেশের বিপ্লব পরবর্তী সুন্দর রাষ্ট্র মেরামতে সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও দেশের প্রয়োজনে কাজ করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, সন্দ্বীপ থানা ওসি (তদন্ত) ইন্সপেক্টর মোঃ জুয়েল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, উপজেলা পরিবার কল্যাণ পরিকল্পনা কর্মকর্তা আবদুল মতিন, উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রক্টর অপূর্ব সরকার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সন্দ্বীপ শাখার ব্যবস্হাপক মুহাম্মদ কামরুজ্জামান, সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পীসহ অনেকেই।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন