মিরসরাইয়ের অন্যতম সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’র উদ্যোগে কুরআনের পাখিদের মাঝে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে মহামায়ার একটি রেস্টুরেন্টে আলোচনা সভা, দোয়া ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।
‘ইগনাইট মিরসরাই’র সভাপতি মেহেদি হাসান জাবেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের উপ-পরিচালক মাওলানা এনায়েতুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মীর হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলাউদ্দিন, সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, ‘ইগনাইট মিরসরাই’র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট নাজমুল হাসান, ইঞ্জিনিয়ার তারেক আবদুল্লাহ, হাফেজ মাওলানা এমরান হোসেন প্রমুখ।













