২৩ অক্টোবর ২০২৫

১২ ঘন্টা পর অবরুদ্ধ সড়ক ছেড়েছেন শ্রমিকরা

বেতন-বোনাস নিয়ে মালিকপক্ষের ‘লিখিত’ আশ্বাস পাওয়ার পরই ১২ঘন্টা পর চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকার জেএমএস গার্মেন্টস কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিয়েছে। এরপর আস্তে আস্তে স্বাভাবিক হয় যান চলাচল। সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরের ইপিজেড থানার ফ্রিপোর্ট মোড় থেকে সরে যান কারখানার শ্রমিকরা।

এর আগে, সোমবার সকাল ১১টা থেকে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে কারখানার কয়েকশ শ্রমিক। প্রশাসন, বেপজা এবং মালিকপক্ষের পক্ষ থেকে আজ (মঙ্গলবার ২৫ মার্চ) বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও আন্দোলনকারীরা তা মানতে চাচ্ছিলেন না। অন্যদিকে, দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধের ফলে নগরের আগ্রাবাদ-পতেঙ্গা ও পতেঙ্গা-আগ্রাবাদমুখী সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। যা ছড়িয়ে পড়ে আশপাশের ছোট সড়কগুলোতেও।

এ সময় কারখানার শ্রমিকরা সোমবার রাতের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করে দেওয়ার দাবি জানিয়েছিলেন। পরে আজ মঙ্গলবার বেতন-বোনাস পরিশোধে জেএমএস গার্মেন্টস কারখানার পক্ষ থেকে বেতন-বোনাস পরিশোধের জন্য একটি নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের প্রেক্ষিতে রাত সাড়ে ১১টার দিকে সড়ক ছাড়েন শ্রমিকরা।

নোটিশে বলা হয়, জেএমএস গার্মেন্টস লিমিটেডের সব কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস ২৫ মার্চ যার যার বিকাশ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন, জেএমএস গার্মেন্টস কারখানার শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছেন। প্রথমে তারা মানতে না চাইলেও পরে কারখানা মালিকপক্ষ থেকে বেতন-বোনাস দেওয়ার লিখিত আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে বাড়ি ফিরে গেছেন। আশা করছি— আজ (মঙ্গলবার) শ্রমিকরা তাদের প্রাপ্য বুঝে পাবেন বলে।

 

আরও পড়ুন