৪ নভেম্বর ২০২৫

খুলশীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর ঝাউতলা এলাকার খুলশী কলোনিতে আবাসন নির্মাণ প্রতিষ্ঠান ফিনলে প্রপার্টিজের একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ব্যাক্তি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার আলমগীর মাঝির ছেলে মো. মনির (২৫) । চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলাধারাকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত ওই নির্মাণ শ্রমিককে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. মনির ঝাউতলা খুলশী কলোনি এলাকায় ফিনলে প্রপার্টিজের একটি নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি /আর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ