২৩ অক্টোবর ২০২৫

ঝলমলে সানমার, ভেতরে মারত্মক ঝুঁকি

চট্টগ্রামের অন্যতম অভিজাত শপিং সেন্টার সানমার শপিং মল এখন চলছে মারাত্মক ঝুঁকি নিয়ে! অগ্নিকাণ্ডের শঙ্কা, অস্বাস্থ্যকর খাবার পরিবেশ, আর ব্যবস্থাপনার খামখেয়ালিপনায় ক্রেতাদের নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন।

হঠাৎ অগ্নিকাণ্ড, কিন্তু “আলু পোড়ার ধোঁয়া”?

গতকাল (সোমবার) বেলা ১১টায় সানমার শপিং মলের ৫ তলায় একটি ফুড কার্টের কিচেন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো মার্কেটে ছড়িয়ে যায় ধোঁয়া, আতঙ্কিত হয়ে পড়েন ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। অনেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করেন, সৃষ্টি হয় বিশৃঙ্খলা।

কিন্তু আশ্চর্যের বিষয়, মল কর্তৃপক্ষ এটাকে ‘আলু পোড়ার ধোঁয়া’ বলে উড়িয়ে দিয়েছে! সানমার মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ্ দাবি করেন, “ফুড কার্টের একটি কিচেনের আলু সিদ্ধ করতে গিয়ে সামান্য ধোঁয়া ছড়িয়েছে, আগুন লাগেনি। এসব মিথ্যা ও বানোয়াট কথা।”

কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনাটি মোটেও এত সাধারণ ছিল না। ফুড কার্টের কিচেনে গ্যাস সিলিন্ডারের ব্যবহার নিষিদ্ধ থাকলেও সেখানে দেখা মিলেছে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছে। এতে আগুন লাগলে বড় দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়।

ফুড কার্টে অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারের মান প্রশ্নবিদ্ধ!

শুধু অগ্নিকাণ্ডের ঝুঁকিই নয়, সানমার শপিং মলের ফুড কার্টেও রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। সরেজমিনে দেখা গেছে, কয়েকটি রেস্তোরাঁয় রান্না করা ভাত নোংরা ও অপরিচ্ছন্ন টেবিলে ফেলে রাখা হচ্ছে, সেখান থেকেই তা তুলে পরিবেশন করা হচ্ছে ক্রেতাদের। এমন খাবার খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ার শঙ্কা রয়েছে।

সানমারের বাহিরে চাকচিক্য, ভেতরে নিরাপত্তাহীনতা!

ঈদ উপলক্ষে ক্রেতা আকর্ষণে সানমার শপিং মলের বাহিরে চোখ ধাঁধানো আলোকসজ্জা, ঝলমলে আয়োজন দেখা গেলেও, ভেতরে ক্রেতাদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকির চিত্র সম্পূর্ণ ভিন্ন।

এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, বড় বড় শপিং মলগুলো বাহ্যিক চাকচিক্য দিয়ে আসল বাস্তবতাকে ঢেকে রাখতে চায়। কিন্তু ক্রেতাদের নিরাপত্তা, স্বাস্থ্য ও সুবিধার বিষয়ে তাদের তেমন নজর নেই।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন