২৩ অক্টোবর ২০২৫

চান্দগাঁও পুলিশ বক্সে জয় বাংলা লেখায় গ্রেপ্তার দুই

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন একটি পুলিশ বক্সের দেয়ালে লিখনকে কেন্দ্র করে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকার মীর মহিউদ্দিনের ছেলে সাদ মাহমুদ (২৪) এবং চন্দনাইশ পৌরসভার নাছির উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন রিয়াজ (২৮)।

পুলিশ সূত্র জানায়, সাদ মাহমুদের নেতৃত্বে কয়েকজন যুবক চান্দগাঁও পুলিশ বক্সের দেয়ালে একটি বিশেষ স্লোগান লিখেছিলেন।বিষয়টি নজরে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকলিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল পদক্ষেপ বলে মনে করছেন, আবার কেউ বলছেন এটি মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন