২৩ অক্টোবর ২০২৫

প্রবর্তক স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রবর্তক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করতে শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল।

আলোচনা সভা ও অতিথির বক্তব্য

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মনোজ কুমার দেব।

এছাড়াও আলোচনায় অংশ নেন—সহকারী প্রধান শিক্ষক রুমা মজুমদার সিনিয়র শিক্ষক সবুজ বিশ্বাস সিনিয়র শিক্ষক বিষ্ণুপদ পাল কলেজ শাখার প্রভাষক সুপর্ণা চৌধুরী

বক্তারা স্বাধীনতার গুরুত্ব, মুক্তিযুদ্ধের আদর্শ ও শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে কলেজ শাখার প্রভাষক চন্দনা ভট্টাচার্য বীর শহীদদের স্মরণে আবৃত্তি পরিবেশন করেন। প্রভাষক মুক্তা দত্ত ও সিনিয়র শিক্ষক নীপা দেব দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন, যা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।

সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর ও শিক্ষণীয়। স্কুল শাখার সিনিয়র শিক্ষক ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক কাঞ্চন কুমার দাশ পুরো আয়োজনের সঞ্চালনা করেন।

উল্লেখ্য, স্বাধীনতার চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে প্রবর্তক স্কুল এন্ড কলেজ প্রতিবছরই এ ধরনের আয়োজন করে থাকে।

আরও পড়ুন