২৩ অক্টোবর ২০২৫

মিরসরাই যুব স্পোর্টস একাডেমির কার্যালয় উদ্বোধন

মিরসরাই যুব স্পোর্টস একাডেমির অস্থায়ী কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে মারুফ স্কুল সংলগ্ন কার্যালয়টি উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম ও মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জনাব আবু নসর, কার্যকরী পরিষদের সভাপতি তাসলিমুদ্দিন রাকিন, প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাদমান রহমান সময়, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, সদস্য শিহাব উদ্দিন শিবলু।

এ সময় বক্তারা বলেন, দক্ষ খেলোয়াড় তৈরিতে এই একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখলে খেলোয়াড়দের প্রতিভা বিকাশের ক্ষেত্রে একাডেমি অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও পড়ুন