চট্টগ্রামভিত্তিক শিল্প গ্রুপ ইউনিট্যাক্সের ১ হাজার ৫৮৬ শতক সম্পত্তি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। ইউনিট্যাক্স এলপি গ্যাস লিমিটেডের ২ হাজার ২৩ কোটি টাকা ঋণ খেলাপির কারণে ব্যাংকটির ওআর নিজাম রোড শাখা এই নিলামের উদ্যোগ নিয়েছে।
অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৩(২) ধারায় প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ এপ্রিলের মধ্যে আগ্রহী দরদাতাদের দরপত্র জমা দিতে হবে। ব্যাংকের তথ্যমতে, ইউনিট্যাক্সের বন্ধক রাখা এই সম্পত্তি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত।
২০১৮ সালে ইউনিট্যাক্স এলপি গ্যাস ইউনিট্যাক্স গ্রুপের নামে এই ঋণ গ্রহণ করে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও পরিচালক (সাবেক ব্যবস্থাপনা পরিচালক) বেলাল আহমদ। উল্লেখযোগ্য বিষয় হলো, বেলাল আহমদ বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের কর্ণধার সাইফুল আলম মাসুদের জামাতা এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ তাঁর চাচা।
ইসলামী ব্যাংকের ওআর নিজাম রোড শাখার ম্যানেজার (অপারেশন) কুতুব উদ্দিন জানান, সুদাসলে ইউনিট্যাক্সের কাছে বর্তমানে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ২ হাজার ২৩ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার ২৫৩ টাকা। ঋণ আদায়ের চেষ্টা ব্যর্থ হওয়ায় ব্যাংকটি সম্পত্তি নিলামে তুলেছে।
একজন সাবেক কর্মকর্তা জানান, ইউনিট্যাক্স গ্রুপ ২০১৮ সালে এলপি গ্যাস ব্যবসায় বিনিয়োগের জন্য ঋণ নেয়। গ্রুপটির বাজারজাত করা এলপি গ্যাসের ব্র্যান্ড নাম ‘ইউনিগ্যাস’, যার চট্টগ্রাম ও বগুড়ায় দুটি প্ল্যান্ট রয়েছে। সর্বোচ্চ ৫০০ কোটি টাকা ঋণ প্রয়োজন হলেও প্রতিষ্ঠানটি ২ হাজার কোটি টাকার বেশি ঋণ গ্রহণ করে।
এছাড়া, ইসলামী ব্যাংকের ওআর নিজাম রোড শাখা থেকে ইউনিট্যাক্স কম্পোজিট স্পিনিং এবং পাহাড়তলী শাখা থেকে ইউনিট্যাক্স স্টিল মিলসহ প্রায় ৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়।
ইউনিট্যাক্স শিল্প গ্রুপটি ১৯৮০ সালে মো. হানিফ চৌধুরী প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে পোশাক, টেক্সটাইল, স্পিনিং, গ্যাস ও সিনথেটিক ব্যবসায় সম্প্রসারণ ঘটে। হানিফ চৌধুরীর ছেলে বেলাল আহমদের এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার পর ব্যাংক থেকে এই বিশাল ঋণ গ্রহণের অভিযোগ ওঠে।
২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির তথ্যমতে, এস আলম গ্রুপ ও তাদের স্বজনেরা ইসলামী ব্যাংক থেকে প্রায় ৮৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যার বড় অংশই খেলাপি। ঋণ আদায় না হওয়ায় ইতোমধ্যে ব্যাংকটি এস আলম গ্রুপের দুই প্রতিষ্ঠানের বন্ধক থাকা ৪ হাজার ৭৯০ শতক সম্পত্তি নিলামে তুলেছে।
এআরই/বাংলাধারা