২৩ অক্টোবর ২০২৫

সন্দ্বীপে সাবেক ছাত্রনেতা আব্দুল বাকের রোমান এর ঈদ উপহার বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু স্বাস্থ্য কামনায় দোয়া এবং সাবেক ছাত্রনেতা আব্দুল বাকের রোমান এর পক্ষ থেকে ৩২০ জনকে ঈদ উপহার ও ২ জন দুস্থ অসহায় পরিবার কে নদগ অনুদান প্রদান করা হয়েছে ।

বৃহস্পতিবার(২৭ মার্চ) বেলা ১১ টায় সেনের হাট ব্যাবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন কমিশনার, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন বাকের ও উপজেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা তসলিম উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন সেনের হাট ব্যবসা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাদল, ও মুছাপুর ইউনিয়ন যুবদল নেতা আবুল খায়ের, উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, সহ সম্পাদক বাদল রায় স্বাধীন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের সদস্য নুর মোস্তফা আলী হাসান, পৌরসভা ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এডিএম সেলিম, যুবদল নেতা মাইনউদ্দীন শিকদার, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, পৌরসভা যুবদল নেতা কামরুল, পৌরসভা ছাত্রদল নেতা রায়হান, রিদোয়ান সওদাগর, সুফিয়ান, খোকন প্রমুখ।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন