বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকের উদ্যোগে বাঁশখালীর সাবেক ও বর্তমান ছাত্র নেতা এবং জুলাই গণঅভ্যুত্থানের বীর ছাত্র জনতার সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২৭ মার্চ (বৃহস্পতিবার) নগরীর একটি রেস্টুরেন্টে সাবেক ছাত্রনেতা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড মফিজুর রহমান আশিকের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর জায়েদ বিন রশিদ।
এ সময় তিনি বলেন, “হাসিনা বিরোধী আন্দোলনে মফিজুর রহমান আশিক ছিলেন অন্যতম মাস্টারমাইন্ড। বিগত ১৭ বছরে হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি হামলা ও নির্যাতনের শিকার তিনি। এমন পরীক্ষিত নেতাদের মূল্যায়ন চাই।”
এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সিকদার মাসুদ, দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব আলমগীর মাহফুজ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আবু বক্কর শিকদার।
নেতৃবৃন্দ, সাবেক ছাত্রনেতা আশিকের সাহসী ভূমিকার প্রশংসা করে আগামীতে দেশের যেকোনো সংকট ও সমস্যার মোকাবিলায় তার নেতৃত্বের আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মফিজুর রহমান আশিক বলেন,”১৭ বছরের অন্যায়, অবিচার, জুলুম থেকে বাংলার মানুষ মুক্তি পেয়েছে। আমাদের মতো অসংখ্য ছাত্রনেতার ত্যাগ, তিতিক্ষা ও জুলাই আন্দোলনে এ দেশের হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারছি। আসুন, ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে কোনো আপস না করে এগিয়ে নিই প্রিয় মাতৃভূমিকে।”
এ সময় তিনি ধন্যবাদ জানান বাঁশখালীর সকল ছাত্র-জনতাকে, যারা জুলাই আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে।
তিনি আরও বলেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনার লোক দেখানো উন্নয়ন হলেও বাঁশখালী ছিল সবচেয়ে বেশি অবহেলিত। এই জনপদের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন তথা বাঁশখালীর সার্বিক উন্নয়ন সাধনই এখন আমাদের বড় চ্যালেঞ্জ। আপনাদের সহযোগিতায় সকলে মিলেই গড়ে তুলবো আধুনিক বাঁশখালী।”
ইফতার শুরুর আগে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস ছবুর, বেলাল মাহমুদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিরাত আমিন জিসান, জিএম সালাউদ্দিন কাদের আসাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমরানুল হক, জসিম উদ্দিন, মাইমুনুর রশিদ, আবু হানিফ, জালাল সিদ্দিকীসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।