২৩ অক্টোবর ২০২৫

শুক্রবারও খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের সুবিধার্থে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো শুক্রবারও খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের এক সার্কুলারে বৃহস্পতিবার (২৭ মার্চ) এ নির্দেশনা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ঈদুল ফিতরের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকিং কার্যক্রমের সময়সূচি

শুক্রবার (২৮ মার্চ): সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন চলবে, ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে।

শনিবার (২৯ মার্চ): সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে, লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

পোশাক খাতের কর্মীদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের নির্দিষ্ট ব্যাংক শাখাগুলো ২৮ ও ২৯ মার্চ খোলা থাকবে।

 

সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত (ঈদের দিন বাদে) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে বলা হয়েছে।

ছুটির দিনে দায়িত্ব পালন করা ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এআরই/বাংলা

আরও পড়ুন