মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন এলাকাতে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। এ ভূ-কম্পন বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর গণমাধ্যমকে জানিয়েছেন, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালয়।
ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে।
মিয়ানমারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী নেপিদো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত সাগাইং শহরের ১৬ থেকে ১৮ কিলোমিটারের মধ্যে। এছাড়া উত্তর ও মধ্য থাইল্যান্ডের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্প আঘাত হেনেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা ভিডিওতে ভবনগুলোকে কাঁপতে এবং আতঙ্কে লোকজনকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে।
জনপ্রিয় পর্যটন শহর চিয়াং মাইয়ের বাসিন্দা ডুয়াংজাই এএফপিকে বলেছেন, আমি ঘরে ঘুমাচ্ছিলাম এবং তারপর আমি আমার পায়জামা পরে যতদূর সম্ভব ভবন থেকে বেরিয়ে দৌড়ে বেরিয়ে এসেছি। তবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।