২৩ অক্টোবর ২০২৫

ঈদে ইকবাল ইবনে মালেকের চমক ‘রহমতের মাস’

উপস্থাপক, নাট্যকার ও সংগীতপ্রেমী ইকবাল ইবনে মালেক এবার সংগীত জগতে নতুন এক সংযোজন এনেছেন। তার কথা ও সুরে তৈরি ‘রহমতের মাস’ গানটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রমজানের শেষের দিকে তারতীল মিডিয়ার উদ্যোগে এবং সেভেন ট্রিপের সহায়তায় গানটি তৈরি করা হয়। সংগীতটি কণ্ঠে তুলেছেন জনপ্রিয় শিল্পী ওসমান সাইদি, যার গায়কী দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে।

গানটির ভিডিওতে অভিনয় করেছেন রিফাত, সাইমুম ও আজিজ—তিনজনই নবীন অভিনয়শিল্পী, তবে তাদের সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছে। ভিডিওর সিনেমাটোগ্রাফি করেছে ব্যান্ডলিফট, আর গ্রাফিক্স প্যানেলে কাজ করেছেন সাব্বির আহম্মেদ।

এ প্রসঙ্গে ইকবাল ইবনে মালেক বলেন—”অনেক দিন ধরে সংগীত নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। অবশেষে রমজানের শেষের দিকে হঠাৎ করেই গানটি তৈরি করলাম। শ্রোতাদের ভালোবাসা ও ইতিবাচক সাড়া পাচ্ছি। ভবিষ্যতে আরও সময় নিয়ে বড় পরিসরে কাজ করতে চাই ইনশাআল্লাহ।”

গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের প্রশংসায় ভাসছে। ইকবাল ইবনে মালেক মনে করেন, এই ভালোবাসা তাকে সামনের দিনগুলোতে আরও ভালো কাজ করার প্রেরণা জোগাবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন