চট্টগ্রামের মিরসরাইয়ে সুবিধাবঞ্চিত ও অসহায় ২৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়। শুক্রবার (২৮ মার্চ) সংস্থার ১৫তম ত্রাণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে এই উপহার প্রদান করা হয়।
সংস্থার স্বেচ্ছাসেবীরা তালিকাভুক্ত মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও কর্মহীন পরিবারগুলোর মাঝে চাল, সেমাই, চিনি, তৈল, ডাল, দুধ, আটা, আলু, লবণ, পিঁয়াজ, চাপাতা ও নুডলস বিতরণ করেন। পাশাপাশি অসহায় নারীদের জন্য শাড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আবছার দুলাল, সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, মির্জা জসিম উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলম, হেলাল উদ্দিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সংস্থার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিনীড়ের নির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ বলেন, “প্রতিবছরের মতো এবারও ২৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তবে চাহিদার তুলনায় আমাদের সামর্থ্য সীমিত। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে আরও বেশি দুস্থ পরিবার ঈদের আনন্দে শামিল হতে পারে।”
প্রতিষ্ঠার পর থেকে শান্তিনীড় নিয়মিতভাবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এআরই/বাংলাধারা













