২৩ অক্টোবর ২০২৫

ঈদে থাকতে পারে তাপপ্রবাহ

সারাদেশে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে দেশের কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, অন্যদিকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহও অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদুল ফিতরের দিনও তাপপ্রবাহ চলমান থাকতে পারে।

শনিবার (২৯ মার্চ) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, বৃষ্টিপাত না হলে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। আগামী ৩১ মার্চের পর তাপমাত্রা কিছুটা কমলেও মৃদু তাপপ্রবাহ বহাল থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় গরমের অস্বস্তি তুলনামূলকভাবে কম অনুভূত হচ্ছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, যশোর ও সিরাজগঞ্জে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, রাজশাহী ও খুলনা বিভাগের বেশিরভাগ এলাকা এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহ অব্যাহত থাকায় আবহাওয়া অফিস সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং প্রচুর পানি পানসহ গরমে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন