৮ ডিসেম্বর ২০২৫

সন্দ্বীপ উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাউছার আহমেদ (চেয়ারম্যান) এর সৌজন্যে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিববার (৩০মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী মোহাম্মদ হানিফ, পৌর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মাহি, মগধরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ নয়ন, মগধরা ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান মেম্বার, মগধরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামসেদ মেম্বারসহ আরও অনেকে।

বক্তারা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণকালে দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এআরই/বাংলাধারা

 

আরও পড়ুন