৪ নভেম্বর ২০২৫

৭ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ফুফাতো ভাই গ্রেফতার

বাংলাধারা ডেস্ক »

ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের (বাদুরতলা স্কুল) ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় ওই ছাত্রীর ফুফাত ভাইকে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর পুলিশ রাতে ওই যুবককে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। ওই যুবকের নাম এমরান হোসেন (২৮)।

মামলায় সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীকে নানীর কাছে রেখে তার মা খুলনা বেড়াতে যায়। এই ফাঁকে বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীকে তার ফুফাত ভাই ঘরের একটি কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে না জানানোর জন্য হুমকিও দেন তিনি। পরে ওই ছাত্রীর মা বাড়িতে এলে তাকে বিষয়টি জানায় ওই ছাত্রী। পরে তিনি বাদী হয়ে রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামালা করেন।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, মামলার আসামিকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার সকালে ঝালকাঠি সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ