৮ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে ঈদুল ফিতরের প্রধান জামাতে মুসল্লিদের ঢল

চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় এবং সাড়ে ৮টায় পরপর দুইটি ঈদ জামাতের আয়োজন করা হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

ঈদ জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয় এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার মুসল্লিরাও এই জামাতে অংশগ্রহণ করেন। এছাড়া, চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ঈদের জামাতে অংশ নেন।

ঈদ জামাতকে কেন্দ্র করে জমিয়তুল ফালাহ্ মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মসজিদ চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।

এদিকে, লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদেও সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকা চসিক জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি মসজিদেই বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ