চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. মাসুম (৩৫) নামে এক সহোদর খুন হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে এ নির্মম ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন সকালে এক বস্তা শুকনো পাতা নিয়ে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে ঝগড়া হলে শাশুড়ি ও প্রতিবেশীদের হস্তক্ষেপে মীমাংসা হয়। পরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে নিজ ছোট ভাই মো. মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হাসপাতাল সূত্র জানায়, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। আহত মায়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই ইয়াসিন ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইয়ের ওপর হামলা করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।













