চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক ব্যবসায়ী পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সশস্ত্র ডাকাত দল নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাতদের মারধরে আহত হয়েছেন ৮ জন।
শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামের রঞ্জিত ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বিজয় দত্ত (৪২), জুয়েল দত্ত (৪৮), নিতাই দত্ত (৫৬), টিটু দত্ত (৩২), উত্তম দত্ত (২৪), দেবশ্রী (১৪)। এতে নিতাই দত্ত ছুরিকাহত এবং টিটু দত্ত গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
ডাকাতরা ৩টি মোবাইল সেট, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ ও ব্যাংকের চেক নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের রঞ্জিত ডাক্তারের বাড়ির ব্যবসায়ী জুয়েল দত্তের বাড়িতে ১৫-১৬ জনের একটি ডাকাত দল মই বেয়ে ঘরের ছাদে উঠে সিঁড়ি বেয়ে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। জুয়েল দত্ত ও বিজয় দত্তকে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। এসময় তাদের বেধড়ক মারধর করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার কোথায় আছে জিজ্ঞেস করলে পরে আলমারি খুলে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নেয়।
এসময় জুয়েল দত্তের নবম শ্রেণির ছাত্রী দেবশ্রী বাইরের লোকজনকে ঘরে ঢোকার জন্য দরজা খুলে দিতে গেলে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। শোরগোল শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে ধরতে চাইলে জুয়েল দত্তের চাচা নিতাই দত্তকে ছুরিকাঘাত এবং চাচাতো ভাই টিটু দত্তকে গুলি করে পালিয়ে যায়।
আহত কাপড় ব্যবসায়ী বিজয় দত্ত বলেন, “রাত আড়াইটার দিকে ছাদের সিঁড়ি বেয়ে ১৫-১৬ জন ডাকাত দল ঢুকে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। আমাকে ও আমার ভাইকে মাথায় আঘাত করে, আমার চাচাতো ভাইকে গুলি ও চাচাকে ছুরিকাঘাত করে।”
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি কোনো শত্রুতামূলক নাকি প্রকৃতই ডাকাতির ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”













