চট্টগ্রামের সন্দ্বীেপে মুছাপুর ৫ নং ওয়ার্ডের আজমতের গো বাড়িতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম খোকন নামে একজন প্রবাসীকে খুনের ঘটনা ঘটেছে। এই হত্যার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রোববার(৬ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদের কমপ্লেক্স গেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপির সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে খোকন পরিবারের সদস্যরা, স্থানীয় নেতৃবৃন্দ, এবং সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে খোকনের একমাত্র ছেলে ওমর হাসান নাহিদ, আবদুর রহিম, জসিম, লালন, সোহাগ, শহিদুল ইসলাম, জামাতা ইসমাইল হোসেন, সংবাদ কর্মী মাহমুদুর রহমান সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
খোকন পরিবারের সদস্যরা জানান, তিনি নিজে বিক্রি করা জমি বুঝিয়ে দিতে চট্টগ্রাম থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসেন।গেলো বৃহস্পতিবার জায়গাটি বুঝিয়ে দেয়ার সময় শাহেদ খান আকলিমা সহ ৬-৭ জন ব্যক্তি বাধা প্রদান করে এবং খোকনকে গাছ দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন।
এ হত্যার ঘটনায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচারের দাবি জানান।
এআরই/বাংলাধারা