ঢালিউড অভিনেত্রী পরীমণির বাসায় গায়ক শেখ সাদী নিয়মিত যাতায়াত করেন এবং তারা একসঙ্গে একই বিছানায় থাকেন বলে দাবি করেছেন গৃহকর্মী পিংকী আক্তার।
শনিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে পিংকী এ অভিযোগ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, পরীমণির এক বছর বয়সী দত্তক কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে।
পিংকী জানান, এক মাস আগে একটি এজেন্সির মাধ্যমে তিনি পরীমণির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেন। তার দায়িত্ব ছিল শিশুটিকে নিয়মিত খাওয়ানো ও দেখভাল করা। গত ২ এপ্রিল, বাজারের তালিকা তৈরি করার সময় শিশুটি কান্না শুরু করলে পাশেই থাকা সৌরভ নামের এক ব্যক্তি সলিড খাবার দেওয়ার পরামর্শ দেন। কিন্তু সলিড খাবারের নির্ধারিত সময় না হওয়ায় তিনি দুধ প্রস্তুত করছিলেন। এমন সময় পরীমণি হঠাৎ রুম থেকে বের হয়ে এসে তাকে গালাগাল ও মারধর করেন বলে অভিযোগ করেন পিংকী।
তিনি আরও বলেন, “তিনি (পরীমণি) একের পর এক আমার মাথায় আঘাত করতে থাকেন। আমি তিনবার মাটিতে পড়ে যাই। পরে তিনি আমার বাম চোখে একটি থাপ্পড় মারেন, যার ফলে চোখে মারাত্মক আঘাত লাগে।”
এই ঘটনায় পিংকী গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগ করেছেন। একইসঙ্গে আদালত গৃহকর্মী নির্যাতনের অভিযোগে পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
তবে পরীমণি শুক্রবার রাতেই ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, পিংকী তার গৃহকর্মী নন এবং তিনি ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন।
এদিকে, পরীমণি ও গায়ক শেখ সাদীর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ইতোমধ্যে গুঞ্জন ছড়িয়েছে। তাদের একসঙ্গে ঘোরাঘুরি, বাসায় যাতায়াত এবং সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি প্রকাশ্য অনুরাগ নিয়ে আলোচনার ঝড় উঠেছে। যদিও শেখ সাদী এখনো পর্যন্ত এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
এআরই/বাংলাধারা