২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে ভাংচুর

ফিলিস্তিনের পক্ষে সকাল থেকেই উত্তাল চট্টগ্রাম শহর।সোমবার (৭ এপ্রিল) বিকালে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী পালিত ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগর জুড়ে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও প্রতিবাদ সভা। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ধর্মীয় সংগঠন এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন।

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের তওহিদী জনতার বিক্ষোভ

সকাল থেকে বিভিন্ন স্থানে শুরু হওয়া এই বিক্ষোভ দুপুর পর্যন্ত চলতে থাকে। বিকেল ৩টার দিকে নগরের ২নম্বর গেট বিপ্লব উদ্যানে সাধারণ জনতার ব্যানারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আন্দোলনকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ স্লোগানে স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টাইগার পাসের দিকে রওনা হলে, আন্দোলনকারীরা ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান।

তবে, প্রতিবাদ একটি রূপরেখায় বাঁধা না পড়ে, কিছু অংশ আন্দোলনকারীরা দোকানপাটে ভাংচুর চালাতে থাকেন। তাদের অভিযোগ ছিল, এসব প্রতিষ্ঠান ইসরাইলি পণ্য বিক্রি করে। জিইসির মোড়ের ডোমিনেস পিৎজা, কেএফসি, হোটেল জামান ও পিৎজা হাটের শাখায় ভাংচুর চালানো হয়।

এদিনের বিক্ষোভে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা এবং ইসরাইলি আগ্রাসনের অবসানের দাবি জানানো হয়। আন্দোলনকারীরা তাদের সমর্থনে ইসরাইলি পণ্য বয়কটের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের প্রতি ন্যায়বিচারের দাবি তুলে ধরেছেন।

প্রতিবাদে যোগ দেওয়া জনগণের একাংশ জানান, “আমরা শান্তির পক্ষ, কিন্তু ফিলিস্তিনের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে আমাদের আওয়াজ শোনা জরুরি।”

এদিকে, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন